
স্পোর্টস ডেস্ক : বুধবার (১৬ অক্টোবর) মানে গারিঞ্চায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টায়। গৌরবজ্জ্বল অতীত ধীরে ধীরে রূপ নিচ্ছে ধূসরে। গেল কয়েক বছরে নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলছে সেলেসাওদের। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়েই থাকতে হয় অনিশ্চয়তার মাঝে। অথচ একটা সময় ছিল ব্রাজিল মানেই প্রতিপক্ষের কাছে আতঙ্কের এক নাম। কিন্তু এখন সে সমীহ হারিয়ে ফেলছে সেলেসাওরা।
জাতীয় দলের চেয়ে ক্লাবেই বেশি মনোযোগ থাকে ফুটবলারদের। তাইতো এমন দুর্দশার জন্য কদিন আগে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, নেইমারদের বাদ দিয়ে ব্রাজিল দল সাজানোর পরামর্শ দিতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। প্রয়োজনে নতুনদের প্রাধান্য দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাই এরপর অন্তত দায়িত্বশীল হবেন ফুটবলাররাও এমনটাই আশা সমর্থকদের।
এদিকে পেরুর বিপক্ষে শুরুর একাদশে তিন পরিবর্তন আনার কথা জানিয়েছেন কোচ দোরিভাল। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন লুকাস পাকেতা। তার জায়গায় খেলবেন গেরসন। এছাড়া দানিলোর জায়গায় ভ্যান্ডারসন এবং আন্দ্রেসের জায়গায় খেলবেন ব্রুনো গিমারেস।
ভ্যান্ডারসনের শুরুর একাদশে অন্তর্ভূক্তি নিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দোরিভাল বলেন, ‘ভ্যান্ডারসনের মধ্যে একটা আক্রমণাত্মক শক্তি আছে। এ জায়গায় আমাদের ভারসাম্য খুঁজে পাওয়া দরকার। মারকুইনোস দলের নেতৃত্ব দেবে এবং আমি আশা করি, দল একটি সন্তোষজনক পারপরম্যান্স উপহার দেবে।’
৯ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান পেরুর।
পেরুর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ: এডারসন; ভ্যান্ডারসন, মারকুইনোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, অ্যাবনার; ব্রুনো গিমারেস, গেরসন, রদ্রিগো; রাফিনিয়া, স্যাভিনিও এবং ইগোর জেসুস।
কিউটিভি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০০