
স্পোর্টস ডেস্ক : জার্মান ফুটবলে বড় একটা অধ্যায় শেষ হলো। একইদিনে বিদায় জানানো হলো চার লিজেন্ডকে। ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও টনি ক্রুস আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগেই পেলেন বিদায়ী সংবর্ধনা।
গুন্দোয়ান, নয়্যার ও মুলার মাঠে থাকলেও ছিলেন না আরেক কিংবদন্তি টনি ক্রুস। দাঁড়িয়ে দর্শক অভিবাদনের জবাব দিলেন তিনজন। দেশটির ফুটবল সংস্থা থেকে পেলেন বিশেষ স্মারক।এই তারকারা বিদায় ঘোষণা করেছিলেন আগেই, তবে গতকাল পেলেন সংবর্ধনা।
খেলার ৬৩তম মিনিটে জার্মানির পক্ষে জয়সূচক গোল করেন জেমি লেওয়েলিং। তার গোলেই হাসিমুখে মাঠ ছাড়ে জায়ান্টরা। নিজেদের মাঠে এই জয়ে নেশনস লিগের শেষ আট নিশ্চিত করে জার্মানি। লিগ ‘এ’র গ্রুপ ১-এ ৪ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে শীর্ষে জার্মানি। তাদের অর্জন ১০ পয়েন্ট। ৪ ম্যাচে দুই ও তিন নম্বরে থাকা নেদারল্যান্ডস ও হাঙ্গেরিরও অর্জন ৫ পয়েন্ট। যদিও গোল ব্যবধানে এগিয়ে আছে নেদারল্যান্ডস।
কিউটিভি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৩০