
ডেস্ক নিউজ : নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন: উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে আবুল খায়ের। তিনি পেশায় টমটমচালক ছিলেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ দিকে একই দিন দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
কিউটিভি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৪৪