খাগড়াছড়িতে কার্প জাতীয় মিশ্র মাছ চাষের রিফ্রেশার্স কর্মশালা অনুষ্টিত।

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ - ০৭:৪৯:৫৪ পিএম

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার মৎস্য চাষীদের কার্প জাতীয় মিশ্র মাছ চাষের উপর রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) জেলার  ২০ জন সুফলভোগীকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড.রাজু আহম্মেদ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প ও পরিচালক, মৎস্যবীজ উৎপাদন খামার, খাগড়াছড়ি জেলার সহকারী  পরিচালক শরৎ কুমার এিপুরা,  মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আরিফুর মোল্লা প্রশিক্ষক হিসেবে  প্রশিক্ষণ প্রদান করেন। 

প্রশিক্ষণ শেষে সুফলভোগীদের নিয়ে সরেজমিন মাঠ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করেন প্রশিক্ষকরা। জেলা মৎস্য  কর্মকর্তা ড.রাজু আহম্মেদ বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে মৎস্য চাষ বাড়াতে গৃহীত হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পটির মাধ্যমে উপজেলার  সুফলভোগীদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে।

তিনি আরও জানান, এ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মৎস্যচাষ উপযোগী ক্রিক উন্নয়ন করা হয়েছে ৫ টি, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ে ৬০ জনকে ৩ দিনের প্রশিক্ষণসহ প্রদর্শনী খামার স্থাপন করা হয় ৪ টি। এছাড়া ক্রিকে মৎস্য আবাসস্থল সংস্কার করা হয় ৩টি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হয় ৫ জনের এবং ৩০ জন স্টেকহোল্ডার নিয়ে ১টি কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

▎সর্বশেষ

ad