মা‌টিরাঙ্গায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন-ইউএনও মনজুর আলম।

Ayesha Siddika | আপডেট: ০৩ অক্টোবর ২০২৪ - ০৭:৪৬:৪২ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউপির দক্ষিন আচালং এলাকার খোরশেদ আলম এর বসত বাড়ী গত বুধবার গভীর রা‌তে দুর্বৃত্তের দেয়া আগুনে  পুড়েছে ছাই। তবে এ ঘটনায় কোন হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা নিয়ে  পাশে দাঁড়িয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম।

বৃহস্পিতবার (৩ অক্টোবর) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেছেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এসময়  মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) তৌ‌ফিকুল ইসলাম, মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ ও তাইন্দং ইউ‌নিয়ন বিএন‌পি সাধরণ সম্পাদক আ‌মির হো‌সেন প্রমুখ। ভুক্ত‌ভো‌গি মো. খোর‌শেদ আলম জানান, রা‌তে খাওয়া ধাওয়া শেষে আমরা সবাই যখন ঘুমিয়ে যাই তখন কে বা কারা তার বাড়ি‌তে আগুন ধ‌রি‌য়ে দেয়। এ‌তে রান্নাঘর, গরু ঘর ও বসতঘরসহ মোট তিন‌টি ঘর ,আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ পত্র পু‌ড়ে ছাই হয়ে গে‌ছে।

তাইন্দং ইউ‌নিয়ন বিএন‌পি সাধরণ সম্পাদক আ‌মির হো‌সেন জানান,পার্বত‌্য এলাকাকে  অ‌স্থি‌তিশীল করার লক্ষে আওয়ামী‌গের এ‌কটি সন্ত্রাসী চক্র সন্ত্রাসী কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছে। তারই অংশ হি‌সে‌বে খোর‌শেদ আল‌মের বা‌ড়ি‌তে আগুন দেয়া হয়ে‌ছে ব‌লে মন্তব‌্য ক‌রে তিনি আরো বলেন ক্ষতিগ্রস্ত পরিবারকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়ার পক্ষথেকে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।

মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নেন। অনাকাঙ্খিত এ ঘটনাকে কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে এ জন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। এসময়  ক্ষতিগুস্থ মো. খোরশেদ আলমকে দশ হাজার টাকা অনুদান প্রদান করেন। ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন। মা‌টিরাঙ্গা থানা পুলিশের অ‌ফিসার ইনচার্জ (ওসি) তৌ‌ফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অ‌ভি‌যোগ প্রা‌প্তি সা‌পে‌ক্ষে প্রয়োজনীয় ব‌্যাবস্থা গ্রহন করা হ‌বে।

 

 

কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

▎সর্বশেষ

ad