
বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফেয়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেন লুবাবা। ওই স্ট্যাটাসে ২০ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন।
ওই ভিডিওতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া ও লুবাবার কয়েকটি ভিডিও একসঙ্গে দেখানো হয়। এ ভিডিওর ক্যাপশনে লুবাবা লেখেন, ‘আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো। আসলেই কি তাই?’
ফেসবুকে এমন প্রশ্ন ছুঁড়ে দেয়ার পরই নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন লুবাবার পোস্টে। ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও ছিল সে পোস্টে।
নেটিজেনদের একজন লেখেন, ‘আসলেই লাগে, তুমি অনেক সুন্দর।’ আরেকজন লেখেন, ‘হানিয়ার চেয়ে বেটার।’ কটাক্ষ করে আবার অনেকে লেখেন, ‘শুধু ওভার অ্যাকটিংটা কমিয়ে করলে হয়।’
টিভি পর্দা থেকে শুরু করে সিনেমার পর্দাতেও বর্তমানে কাজ করছেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। অভিনয়ের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন নিজের পড়াশুনা নিয়েও।
কিউটিভি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩২