বিশ্বকাপ ফাইনালে নয়, ৮ বছর আগেই সেরা ক্যাচটি ধরার দাবি সূর্যের

Ayesha Siddika | আপডেট: ০৮ জুলাই ২০২৪ - ০৮:১৬:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ২৯ জুন, ২০২৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের শুরু থেকে সবগুলো ম্যাচে অপরাজিত থাকার পর শিরোপার লড়াইয়ে বার্ডাডোসের ব্রিজটাউনে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ১৭৭ রান তাড়া করতে নেমে নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ের জন্য শেষ ৬ বলে প্রোটিয়াদের প্রয়োজন ১৬ রান। আক্রমণে এসে প্রথম বলটিই ফুলটস দিলেন হার্দিক পান্ডিয়া। ওয়াইড লং-অফের উদ্দেশে সেটা সজোরে আঘাত করলেন ডেভিড মিলার। বল যতক্ষণে বাতাসে ভাসছিল মনে হচ্ছিল বাউন্ডারি পেরিয়ে যাবে। কিন্তু কোথায় থেকে উড়ে এসে যেন সবাইকে চমকে দিলেন সূর্যকুমার যাদব।

অনেকটা দৌড়ে এসে প্রথম দফায় যদিও বলটি তালুবন্দি করতে পারেননি, তবে দ্বিতীয়বারের চেষ্টায় পারলেন। প্রথম দফায় সীমানা স্পর্শের ঝুঁকি থাকায় আকাশে ছুড়ে ভারসাম্য তৈরি করে ফের নিরাপদ জায়গা থেকে বলটি আঁকড়ে ধরলেন। ম্যাচের আগে পরে যাই হোক না কেন, বলা যায় শেষদিকে মোড় ঘুরিয়ে দিয়েছে এই একটি ক্যাচ-ই। কারণ এই বলে ৬ হলে পরের পাঁচ বলেও হয়তো ১০ রান তুলে নিতে সক্ষম হতো প্রোটিয়ারা। হার্টহিটার মিলার ক্রিজে থাকতে সেটা আশাই করা যায়।
 
কিন্তু প্রোটিয়াদের ইতিহাস গড়ার সুযোগ দিলেন না সূর্যকুমার। বলা যায়, তার এই একটি ক্যাচেই ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা ঘরে তোলে ভারত। রাজার বেশে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেয়ার সৌভাগ্য হয় বিরাট কোহলি ও রোহিত শর্মার। ফলে সূর্যকুমারের এই ক্যাচটিকে তার ক্যারিয়ারের সেরা ক্যাচ বলাই যায়। যে ক্যাচে প্রায় দেড় যুগের অপেক্ষা ঘুচিয়েছে ভারত। প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন সূর্য। অথচ ভারতীয় এ ব্যাটার বলছেন ভিন্ন কথা। ২৯ জুন ব্রিজটাউনে ধরা ক্যাচটির চেয়েও নাকি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছেন তিনি। সেটাও কিনা আবার ৮ বছর আগেই!

নিজের ইনস্টাগ্রামে এমন দাবি করে সূর্যকুমার লেখেন, ‘গতকাল ওই ক্যাচের (বিশ্বকাপ ফাইনালের ক্যাচটি) ৮ দিন হলো। কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাচটি ছিল আসলে ৮ বছর আগে।’মূলত তার এই লেখাটি স্ত্রী দেবিশা শেটিকে উদ্দেশ্য করে। যার সঙ্গে ২০১৬ সালে ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। অষ্টম বিবাহ বার্ষিকীতে স্ত্রীর সঙ্গে আনন্দঘন মুহূর্ত উপভোগের একটি স্থির ছবিও প্রকাশ করেছেন সূর্য। দেবিশার সঙ্গে সূর্যের প্রথম সাক্ষাৎ ২০১০ সালে। কলেজের একটি অনুষ্ঠানে এই নৃত্যশিল্পীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় ব্যাটারের।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জুলাই ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad