
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের ভুলে প্রাণ গেছে ১৩ বছর বয়সি এক কিশোরের। খেলনা পিস্তলকে আসল ভেবে তাকে গুলি করে হত্যা করে পুলিশ। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই কিশোর দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশও তার পিছু নেয়। এ সময় ওই কিশোর নিজের কাছে থাকা পিস্তল তাক করলে পুলিশ সরাসরি গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়লেও আবারো করা হয় গুলি।
যদিও পরে পুলিশ জানায়, খেলনা পিস্তল দিয়ে পুলিশের দিকে তাক করেছিল ওই কিশোর।
সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ মা। তার অভিযোগ, পুলিশের ভুলের কারণেই অকালে প্রাণ হারাতে হলো সন্তানকে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে যান ইউটিকা শহরের মেয়র। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।
কয়েক বছর আগে শরণার্থী হিসেবে নিউইয়র্কে আশ্রয় নেয় মিয়ানমারের এ পরিবারটি।
কিউটিভি/আয়শা/৩০ জুন ২০২৪,/রাত ৮:২৮