
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলতি মৌসুমে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে আশুগঞ্জ খাদ্য গুদামে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ বোরো সংগ্রহ চলবে।

অনুষ্ঠানে আশুগঞ্জ ইউএনও শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে আরো উপস্হিত ছিলেন আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ, আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রউফ, খাদ্য গুদামের কর্মকর্তা সোলাইমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা চাতাল কল মালিক সমিতির সভাপতি হাজী জহিরুল ইসলাম জারু, উপজেলা চাতাল কল মালিক সমিতির সাবেক সভাপতি জোবায়ের হায়দার বুলু, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
আশুগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুর রউফ জানান, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ বোরো ধান-চাল সংগ্রহ চলবে। এ মৌসুমে আশুগঞ্জে ৪৬ হাজার ৩’শ ৯৭ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে সিদ্ধ চাল ৪৫ টাকা দরে ৪৫ হাজার ৫শ ৩১ মেট্রিক টন ও আতব চাল ৪৪ টাকা ধরে ৪’শ ৪৯ মেট্রিক টন এবং ধান ৩২ টাকা দরে ৪’শ ১৭ মেট্রিক টন ক্রয় করবে খাদ্য বিভাগ।
কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৫