
আন্তর্জাতিক ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ শহরের আরও কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদেরকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। রয়টার্স জানিয়েছে, ইসরায়েল শনিবার (১১ মে) আল-মাওয়াসিকে বর্ধিত মানবিক এলাকা বলে অভিহিত করেছে।
বিশ্লেষকদের মতে, এই নির্দেশ ইঙ্গিত দেয় যে, রাফাহতে বড় পরিসরে স্থল আক্রমণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।
সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এর একটি পোস্টে ইসরায়েলের এক সামরিক মুখপাত্র উত্তর গাজার জাবালিয়াসহ ছিটমহলের অন্যান্য ১১টি এলাকার আশেপাশের বাসিন্দাদের অবিলম্বে গাজা শহরের পশ্চিমের আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের চাপ এবং আশঙ্কা পাশ কাটিয়ে ইসরায়েল বলেছে, তারা রাফাহতে সামরিক অভিযান নিয়ে এগিয়ে যাবে, যেখানে এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।
আইডিএফ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় তিন লাখ গাজাবাসী আল-মাওয়াসির দিকে চলে গেছে। ইসরায়েল বলেছে, ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাজার হাজার যোদ্ধাদের নির্মূল না করে তারা যুদ্ধ শেষ করবে না। ইসরায়েলের বিশ্বাস, হামাস যোদ্ধারা রাফাতে অবস্থান করছে।
ইসরায়েলের ট্যাঙ্কগুলো শুক্রবার রাফাহ-এর পূর্ব এবং পশ্চিম অংশগুলোকে বিভক্ত করা প্রধান রাস্তা দখল করে কার্যকরভাবে একটি আক্রমণের লক্ষ্যে শহরটির পূর্ব দিক ঘিরে ফেলে। ইসরায়েলের এই পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে ইসরায়েলকে কিছু সামরিক সহায়তা প্রদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউস শুক্রবার বলেছে, তারা ইসরায়েলের অভিযানকে উদ্বেগের সঙ্গে দেখছে। এ ছাড়াও বাইডেন প্রশাসন শুক্রবার বলেছে, গাজা অভিযানের সময় মার্কিন-সরবরাহকৃত অস্ত্রের ব্যবহার করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল।
কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০৫