‘মোদি ফের ক্ষমতায় এলে সব বিরোধী নেতাকে জেলে ভরবেন’

Ayesha Siddika | আপডেট: ১১ মে ২০২৪ - ০৫:০৫:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নরেন্দ্র মোদি ফের ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসলে এবার জেলে পাঠাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। জেল থেকে বেরিয়ে পর প্রথম সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এনডিটিভি জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার (১০ মে) সন্ধ্যায় জেল থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন কেজরিওয়াল।

তারপরেই শনিবার (১১ মে) দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে কেজরিওয়াল বলেন, ‘যদি বিজেপি আবার ক্ষমতায় ফেরে, তবে দেশের বিরোধী নেতা-নেত্রীরা সব জেলে থাকবেন।’

তাকে গ্রেফতারের আগে ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করা হয়।

কেজরিওয়াল শনিবার বলেছেন, ‘বিজেপি সমস্ত বিরোধী নেতা-নেত্রীকে জেলে ভরে রাজনীতি খতম করে দেবে।’

তার ভাষ্যমতে, ‘আমাদের মন্ত্রীরা, হেমন্ত সোরেন, মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রীরা সব জেলে বন্দি রয়েছেন। আর এরা যদি আবার ক্ষমতায় ফেরে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্টালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরেসহ সব বিরোধী নেতা-নেত্রীকে জেলে পাঠাবে।’তবে মোদির পরবর্তী নিশানা খোদ বিজেপিতেই রয়েছে বলে দাবি করেছেন কেজরিওয়াল।

তিনি বলেন, ‘বিজেপিতে এখন লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, শিবরাজ সিংহ চৌহান, বসুন্ধরা রাজে, এমএল খট্টর, রমন সিংদের রাজনীতি শেষ। ওদের পরবর্তী লক্ষ্য যোগী আদিত্যনাথ। দেশের ক্ষমতায় ফেরার দুই মাসের মধ্যেই যোগীকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর আসন থেকে সরিয়ে দেবে বিজেপি।’

 

কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৫:০৪

▎সর্বশেষ

ad