
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে ডিসি চত্ত্বরে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জয়পুরহাট রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমজাদ হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন নিয়ে ৪০ টি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।
কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৪:৫০