
ডেস্কনিউজঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এই বৈঠকে নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।
আজ বুধবার বিকেল ৫টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কক্ষে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বৈঠকের পর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে সকালে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
বিপুল/১৫.১১.২০২৩/ বিকাল ৫.৩৮