
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ম্যাচটি দেখতে গিয়েছেন সাবেক ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। তিন দিনের সফরে এখন ভারতে অবস্থান করছেন বেকহ্যাম। ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে এশিয়ার দেশটিতে গেছেন তিনি। নারী ও মেয়েদের ক্ষমতায় এবং অধীনতা ও লিঙ্গ সমতাকে প্রতিষ্ঠিত করতে ইউনিসেফের সঙ্গে জুটি বেঁধেছে আইসিসি।
খেলা শুরুর আগে বিরাট কোহলির সঙ্গে কথা বলছেন ডেভিড বেকহ্যাম, পাশে শচীন টেন্ডুলকার
ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের সঙ্গে ওয়াংখেড়ের মাঠে কিছুক্ষণ হেঁটেছেন বেকহ্যাম। পুরো স্টেডিয়ামের আবহ উপভোগ করেছেন তিনি। ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। টেন্ডুলকারের সঙ্গে দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফির সাথে ছবিও তুলেছেন সাবেক এই ফুটবলার। টেন্ডুলকারসহ আরও অনেকের সঙ্গে ভিভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখবেন বেকহ্যাম।
কিউটিভি/আয়শা/১৫ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৫০