ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

সপ্তাহের শুরুতেই পুঁজিবাজারে হোঁচট, পতনে সূচক ও লেনদেন

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৩ - ০৫:২৭:০৯ পিএম

ডেস্ক নিউজ : রোববার (১২ নভেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৪১৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। ডিএসইতে এদিন কমেছে সবকটি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৭ দশমিক ৭২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৪ দশমিক ৬২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১২৩ দশমিক ২১ পয়েন্ট ও ১ হাজার ৩৫৯ দশমিক ৯১ পয়েন্টে।

এ ছাড়া রোববার ডিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টি কোম্পানির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এছাড়া ইয়াকিন পলিমার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুটওয়ার, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও জেমিনী সী ফুড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৪২ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৮ হাজার ৫৫১ দশমিক ১৭ পয়েন্টে ও ১০ হাজার ৯৫ দশমিক ২৭ পয়েন্টে।

 
এছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ২ দশমিক ১৪ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩০৫ দশমিক ৬৫ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ২৪ দশমিক ২৫ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৫৯ দশমিক ৩১ পয়েন্টে ও ১ হাজার ১৭২ দশমিক ৭০ পয়েন্টে।
 
সিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, লেনদেন কমেছে ২ কোটি ৭৩ লাখ টাকা।
 
সিএসইতে ১৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউটিভি/আয়শা/১২ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২১

▎সর্বশেষ

ad