বাবা শাকিবের মতো সিনেমার নায়ক হতে চায় না জয়

uploader3 | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ - ০৭:০৭:০৮ পিএম

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস দম্পতির ছেলে আব্রাম খান জয় বাবার মতোই নায়ক হবে। এমনটাই ভাবেন ভক্তরা। কিন্তু জয় মোটেও নায়ক হবে না, হবে ডাক্তার। অপু বিশ্বাসের এটাই চাওয়া। বিশেষ করে অপুর মায়ের ইচ্ছাই ছিল নাতি জয় ডাক্তার হবে। সেটাই এখন অপুর ইচ্ছে।

তবে জয় কি হতে চায়? জয়ের ইচ্ছে সে হবে কাউবয়। ঘোড়া নিয়ে ছুটে চলবে। আর সঙ্গে যাবে ট্রাম্পেট।সঙ্গে মায়ের মাধ্যমে আলাপনে এমনটাই জানাল।  

এদিকে অপু বিশ্বাস বলছেন, জয়ের নানির খুব ইচ্ছে ছিল, ও বড় হয়ে ডাক্তার হবে। মানুষের চিকিৎসা করবে। গরীব রোগীদের বিনেপয়সায় সেবা করবে। আমিও সেটাই চাই। জয় বড় হয়ে ডাক্তার হবে। জয়ও সেটাই চায়। মানে আমাদের মুখ থেকে শুনে শুনে জয়ের মধ্যেও সেই ইচ্ছে প্রবল হয়েছে।

ওর বাবা মানে শাকিব খানও কি সেটাই চান? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, শাকিবের ইচ্ছা জয় মানুষের মতো মানুষ হোক। সে যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। সবসময় এটাই বলে। আর জয় যা হতে চাইবে তাতে তাঁর আপত্তি নেই। ওর দাদা দাদীর কথাও একই জয় সবার আগে একজন ভালো মানুষ হবে।

এদিকে, শাকিব খান এই মুহূর্তে ভারতের বেনারসে রয়েছেন। সেখানে দরদ সিনেমার শুটিং হচ্ছে। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বলিউডের সোনাল চৌহান।

কিউটিভি/অনিমা/০৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৭

▎সর্বশেষ

ad