কাজল-কারিনার সঙ্গে তুমুল ঝগড়া নিয়ে মুখ খুললেন করণ জোহর

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ - ০৬:২১:০৭ পিএম

বিনোদন ডেস্ক : পরিচালক করণের চর্চিত শো কফি উইথ করণ। এর সিজন ৮ এ ফাঁস হলো বি-টাউনের নানান গোপন তথ্য। এই শোয়ে এবার উপস্থিত থাকবেন সারা আলি খান ও অনন্যা পান্ডে। সেখানেই ফাঁস হয়েছে কাজল-কারিনার সঙ্গে করণের ঝগড়ার কথা। আর অকপটে সেকথা জানিয়েছে করণ নিজেই।

জানা যায়, ২০০৩ সালে কারিনাকে ‘কাল হো না হো’ করার প্রস্তাব দিয়েছিলেন করণ। তবে কারিনা রাজি হননি। করণ বলেছেন ‘২০০৩-এর ঝগড়ার পর কারিনার সঙ্গে আমি প্রায় দেড় বছর কথা বলিনি। কারিনা আমায় ফোন করেন, যখন আমার বাবা যশ জোহর অসুস্থ, ক্যানসারের চিকিৎসা চলছিল। কারিনা তখন আমায় ফোন করেছিল। আর তখন আমিও চুপ, ও (করিনা) চুপ। কারিনা বলল, ও জানে না ঠিক কী বলা উচিত। করণ বলল কিছু বলতে হবে না। আমি জানি তুমি আছ।’

এরপর করণ বলেন, ‘এরপর আমার বাবা যখন মারা গেলেন, কারিনা তখন ব্যাংককে, শ্যুটিং করছিল। আমার বাবার মৃত্যুর খবর শুনে ও শ্যুটিং বাতিল করে ফিরে আসে। তারপর বাড়ি ফিরেও আমার সঙ্গে সারা রাত কথা বলতে থাকে। আমি ওকে বলি কীভাবে কী ঘটেছে।’কাছের বন্ধু কাজলের সঙ্গেও একবার তুমুল ঝামেলায় জড়িয়েছিলেন করণ। কারণ, একই সঙ্গে মুক্তি পেয়েছে অজয় দেবগনের ছবি ‘শিবায়’ ও করণের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। দুজনের কেউই ছবি মুক্তি পিছাতে রাজি হননি।
 
এ নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনেন ফিল্ম সমালোচক কামাল আর খান। তিনি দাবি করেছিলেন করণ নাকি অজয়ের ছবি ‘শিবায়’-এর নেগেটিভ রিভিউ করার জন্য  ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। এটা নিয়ে তুমুল দ্বন্দ্ব তৈরি হয়। আর এক্ষেত্রে কাজল স্বামী অজয়ের পাশেই দাঁড়ান। যদিও এবিষয়ে দুজনের কেউই কখনও মুখ খোলেননি। এমনকি চলতি ‘কফি উইথ করণ’-এও না। করণ শুধু তার সঙ্গে কাজলের ছবি মুক্তি নিয়ে সমস্যার কথাই জানিয়েছেন।

প্রায় ২ বছর কাজলের সঙ্গে কথা বন্ধ ছিল করণের। পরে দুই সন্তান যশ ও রুহির জন্মের পর করণই কাজলকে প্রথম ছবি তুলে পাঠান। সঙ্গে লিখেছেন, ‘তোমার রিপ্লাই করার প্রয়োজন নেই, তবে আমার সন্তানদের এমনই দেখতে।’ কাজল ছবি দেখে অবশ্য উত্তর দিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্য্ ৬:০৭

▎সর্বশেষ

ad