
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ উন্মাদনার মাঝে অতিবাহিত হওয়া অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। মূলত লিগপর্বের সেরা পারফর্মাররাই জায়গা পেয়েছেন এই তালিকায়। সেই তিন জন হলেন কুইন্টন ডি কক, জাসপ্রিত বুমরা ও রাচিন রবীন্দ্র।
বিধ্বংসী বোলিংয়ে সবসময় গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতের বোলিং লাইনআপের নেতৃত্ব দেন বুমরা। ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপেও দেখাচ্ছেন সেই একই রূপ।
প্রোটিয়াদের হয়ে রানের ফোয়ারা ছুটছে কুইন্টন ডি ককের ব্যাটে। এরই মধ্যে চারটি সেঞ্চুরি করে রয়েছেন বিশ্বকাপে রান সংগ্রাহত তালিকার সবার শীর্ষে।
একাদশে থাকাই যেখানে নিশ্চিত ছিল না সেখানে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন রাচিন রবীন্দ্র। কিউই এই ব্যাটার অভিষেক বিশ্বকাপেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো বাঘা দলের বিপক্ষে।
এর আগে নারীদের মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে আছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের, উইন্ডিজের হেইলি ম্যাথিউস ও বাংলাদেশের নাহিদা আক্তার।
কিউটিভি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/রাত ৯:৫৫