ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

৪০২ রান তাড়া করে জয়, যা বললেন বাবর

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ - ১০:৪২:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে শ্রীলংকার বিপক্ষে ৩৪৫ রানের টার্গেট তাড়ায় জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান। আজ সেই রেকর্ড ভেঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে পাকিস্তান।

এরপর অধিনায়ক বাবর আজম ও ফখর জামানের ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১৪১ বলে ১৯৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েন। ২১.৩ ওভারে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ১৬০ রান।

এরপর বৃষ্টি শুরু হলে ৪১ ওভারে পাকিস্তানের টার্গেট দেওয়া হয় ৩৪২ রান। ২৫.৩ ওভারে ১ উইকেটে পাকিস্তান ২০০ রান করার পর দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে খেলা আর হয়নি। বৃষ্টি আইনে ২১ রানের জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।

খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ৪০২ রানের টার্গেট তাড়ায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ড্রেসিং রুমে সবাইকে একটি বার্তা দিয়েছিলাম যে আমারা পার্টনারশিপ গড়তে পারলে জয় সম্ভব। 

বাবর আজম আরও বলেন, আমরা ব্যাটিংয়ের সময়ে জানতাম যে বৃষ্টি আসছে। কিন্তু দীর্ঘ সময় ধরে বৃষ্টি হবে এমনটি মনে করিনি। সত্যি বলতে, আমরা শুধু পার্টনারশিপ গড়ে এগোতে চেয়েছিলাম। ফখর জামানকে আমি বেশি স্ট্রাইক দিতে চেয়েছিলাম।

বাবর আরও বলেন, সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ নিউজিল্যান্ড আর পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আমাদের জয়ের কোনো বিকল্প নেই। যে কারণে আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। পরের ম্যাচে ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব।

 

 

কিউটিভি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad