
ডেস্ক নিউজ : বর্তমানে বিশ্ব একটি সংঘাতময় সময় পার করছে। পৃথিবীর নানাভাবে যুদ্ধ ও সংঘাত চলমান। কোথাও সংঘাত চলছে দুই রাষ্ট্রের ভেতর। আবার কোথাও চলছে রাষ্ট্রের সঙ্গে মুক্তিকামী বা বিদ্রোহীদের সংঘাত। প্রায় প্রতিটি সংঘাতমুখর ও যুদ্ধাক্রান্ত অঞ্চলে নৃশংসতা ও ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসলাম সর্বাবস্থায় নৃশংসতা পরিহারের নির্দেশ দেয়। চরম প্রতিকূল পরিস্থিতিতে ন্যায়নীতি অনুসরণ ও মানবাধিকার রক্ষার তাগিদ দেয় ইসলাম; বরং ইসলাম রক্তপাত বন্ধের সর্বাত্মক চেষ্টা করতে বলে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যখন তারা উভয়ে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা করবই। অন্যজন বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন।’ (সুরা মায়িদা, আয়াত : ২৭)
যুদ্ধ নয়, সন্ধিকে অগ্রাধিকার : ইসলাম যুদ্ধ-সংঘাতের পরিবর্তে শান্তি ও সন্ধিকে অগ্রাধিকার দেয়। সন্ধির সম্ভাবনা শেষ হয়ে গেলেই কেবল যুদ্ধের অনুমতি দেয়। ইরশাদ হয়েছে, ‘যদি তারা সন্ধির প্রতি ঝোঁকে, তবে আপনিও তাতে সাড়া দিন এবং আল্লাহর ওপর ভরসা করুন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।’ (সুরা আনফাল, আয়াত : ৬১)
কিউটিভি/আয়শা/২৮ এপ্রিল ২০২৩,/দুপুর ১:১৮