ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

রণবীর থাকতেও কার জন্য মরতে পারেন দীপিকা?

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১১:০৯:১৭ পিএম

বিনোদন ডেস্ক : শুক্রবার (৩১ মার্চ) রাতে নীতা আম্বানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রায় গোটা বলিউড। শুধু হিন্দি সিনেমার তারকারা নয়, সুপার মডেল জিজি হাদিদ, মেইসি উইলিয়ামস, টম হল্যান্ডের মতো একাধিক হলিউড তারকা উপস্থিত ছিলেন। 

ঘরোয়া কোনো অনুষ্ঠান কিংবা জাঁকজমকপূর্ণ উদ্‌যাপন— আম্বানীদের প্রত্যেকটি অনুষ্ঠানেই আলো করে থাকে বলিউড। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। তবু তাদের সবার মধ্যে অনেকেরই নজর কেড়েছেন একজন। যাকে দেখা মাত্র ‘মরতে পারি’ লিখলেন দীপিকা।

বেশ অনেক দিন ধরেই বলিউডে গুঞ্জন, চিড় ধরছে নাকি দীপ-বীরের সম্পর্কে। তবে অনুরাগীদের আশ্বস্ত করে রণবীরের হাতে হাত রেখেই অনুষ্ঠান কক্ষে প্রবেশ করলেন দীপিকা পাডুকোন। হাসিমুখে পোজ দিলেন আলোকচিত্রীদের। এক কথায় চেনা ছন্দে ধরা দিলেন এই তারকা জুটি। তবু যাকে দেখে হৃদ্স্পন্দন বেড়েছে বলিউডের মাস্তানির, তিনি হলেন শাহরুখ খান।

এদিন শাহরুখ পড়েছিলেন কালো স্যুট। সেই স্যুটের গা জুড়ে চকচকে স্ট্রাইপ। সঙ্গে পড়েছেন ভি-গলা শার্ট। গলায় সোনার চেন। বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ বলেন, তার পছন্দের রং কালো। কোনো বিশেষ অনুষ্ঠান হলেই পছন্দের কালো রঙের পোশাকই বাছাই করেন শাহরুখ। শাহরুখের এই ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দেন। সেই ছবি দেখেই দীপিকা জানান, ‘মরতে পারি।’ শাহরুখের সহ-অভিনেত্রী মাহিরা খান লেখেন, ‘পূজা, এমনটা কেউ করে?’

সূত্র: আনন্দবাজার 

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫৮

▎সর্বশেষ

ad