
ডেস্ক নিউজ : ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অভিনয় দিয়ে নজর কেড়েছেন দর্শকদের। এখন অভিনয়ের পাশাপাশি ব্যবসাতেও মন দিয়েছেন। তবে মাহি একটি কাজ করেন শখের বশে। সেটি হচ্ছে, পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ফুলদানি বানানো। আর তার বানানো এই ফুলদানি সবাই পছন্দও করেন।
মাহি বলেন, প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত প্রতিভা থাকে। আমার প্রতিভার জায়গা এটি। এখন ব্যস্ততার মধ্যে সময় কাটছে। তারপরও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই। আমরা ব্যস্ততার মাঝে যা কিছু করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।
নায়িকা আরও জানান, তার মাথায় আরেকটি ব্যবসায়িক ভাবনা এসেছে। তিনি প্রযোজক হতে চান। অর্থাৎ সিনেমায় অর্থলগ্নি করবেন। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান তিনি। তবে কবে নাগাদ তিনি প্রযোজনায় নামবেন, সে প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি মাহি।
কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮