
আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত ইয়াকুতস্ক। সাইবেরিয়ান শহরটিতে চলতি সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রুখে দেওয়ার মতো জামাকাপড় পরিহিত দুই নারী জানিয়েছেন, আপনি এই প্রকৃতির সাথে লড়াই করতে পারবেন না। আপনাকে হয় সামঞ্জস্য বজায় রাখতে হবে এবং সে অনুযায়ী পোশাক নির্বাচন করতে হবে; অন্যথায় আপনি নিদারুণ কষ্ট পাবেন।
ওই নারীদ্বয় আরো জানান, আপনি সত্যিই এখানকার ঠান্ডা অনুভব করতে পারবেন না। কিংবা মস্তিষ্ক হয়তো এটির জন্য আপনার শরীরকে প্রস্তুত করে দেয় এবং আপনাকে বলে যে, সব ঠিক আছে।
ফ্রিজের কোনো দরকার নয়, অথচ বরফ জমা মাছ বিক্রি করছেন আরেক নারী। তিনি পরামর্শ দিয়েছেন, সেই শহরে টিকে থাকতে হলে পোশাক ঠিকভাবে পরতে হবে। বাঁধাকপির মতো করে স্তরের পর স্তর করে পোশাকে আবৃত থাকতে হবে।
সূত্র: এনডিটিভি।
কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৫