ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৩ - ০৩:৫৩:৪০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯ দশমিক ৭০ মাইল গভীরে ছিল।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ হয়।

২০২২ সালে ২১ নভেম্বর ইন্দোনেশিয়ার জাভাতে প্রবল ভূমিকম্প হয়। তথ্য অনুযায়ী, মৃত্যু হয় অন্তত ৬০২ জনের। নিহতদের অধিকাংশই ভবন ধসে বা ভূমিধসের কারণে মারা যান।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫২

▎সর্বশেষ

ad