
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ দুটি ইউনিয়নে এই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমানএ তথ্য নিশ্চিত করেছেন।
তুলশী গঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বজলুর রহমান খান ৫ হাজার ৪৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাইকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৩ ভোট।বড় তারা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বোরহান উদ্দিন ফকির ৬ হাজার ৪২১ ভোট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আব্দুল বারিক মন্ডল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৪১ ভোট।
কিউটিভি/অনিমা/০৩.১১.২০২২/সকাল ১১.০২