ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

কলকাতাকে চ্যাম্পিয়ন করেও কেন ছাড়তে হলো দল, মুখ খুললেন শ্রেয়াস

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৫ - ০৪:১৩:৪৫ পিএম

স্পোর্টস ডেস্ক : এমন অভিযোগ পুরোনো নয়। ভারতে টেনিস খেলতে এসে অসুস্থ হয়ে যাওয়া, সুযোগ-সুবিধা না পাওয়া এবং কোর্ট নিয়ে অসন্তুষ্ট থাকার কথা আগেও একাধিক টেনিস তারকা শুনিয়েছেন। ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার দিকে এবার আঙুল তুলেছেন মিয়া ব্লিচফিল্ড। ডেনমার্কের এই টেনিস তারকা দ্বিতীয়বারের মতো ভারতে এসেছিলেন। আগেরবারের মতো এবারও হয়ে পড়েছেন অসুস্থ।

ভারতের দিল্লিতে বসা ‘ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০’ প্রতিযোগিতায় লড়েন মিয়া। বিশ্বের ২৩ নম্বর বাছাই ড্যানিশ তারকা আসরে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত গিয়ে থামেন। দেশে ফিরে দিল্লির আবহাওয়া এবং আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। মিয়ার দাবি, টেনিস কোর্টেও পাখির বিষ্ঠা পড়ে ছিল, দিল্লির দূষণের কারণে ঠিকমতো শ্বাসও নিতে পারেননি।

ড্যানিশ এই তারকা ভারতে থাকাবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন। ইনস্টাগ্রামে সেই ভুলে যেতে চাওয়া স্মৃতি লিখেছেন মিয়া, ‘অত্যন্ত দীর্ঘ এবং পরিশ্রমের সপ্তাহ ভারতে কাটিয়ে শেষ পর্যন্ত ঘরে ফিরলাম। এ নিয়ে টানা দুবছর আমি ইন্ডিয়া ওপেন খেলে অসুস্থ হয়ে পড়লাম। এটা মেনে নেওয়া খুবই কঠিন, এতদিনের পরিশ্রম প্রস্তুতি সবই নষ্ট হয়ে যায় খারাপ পরিবেশের জন্য। এরপরই মিয়া অভিযোগ তোলেন টুর্নামেন্ট আয়োজকদের দিকে, ‘এটা একদমই ঠিক নয় যে একজনকে ধোঁয়াশার মধ্যেই খেলতে বাধ্য করা হবে। এদিকে ওদিকে পাখির বিষ্ঠা পড়ে থাকবে। সারা জায়গাটা পুরো নোংরা হয়ে থাকবে। এমন পরিবেশ খেলার জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর।’

মিয়ার মতো আরও কয়েকজন টেনিস তারকা তুলেছেন টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন। ফরাসি মিক্সড ডাবলস জুটি থম জিকুয়েল এবং ডেলফিন ডেলরু টুর্নামেন্ট আয়োজনের ভেন্যু নিয়ে ক্ষোভ ঝেড়েছেন। এরআগে, বিদেশি খেলোয়াড়রা নিন্দা করেছিল ভারতের কোর্টগুলোর। গুয়াহাটিতে মালেশিয়ার সুং জো ভেন দাবি করেছিলেন তার হোটেলের বেসিন থেকে নোংরা পানি পড়েছে। বিশ্বের ১ নম্বর ব্যাডমিন্টন তারকা (সাবেক) নোজোমি ওকুহারাও দাবি করেছিলেন, তিনি ওড়িশা ওপেন খেলতে এসে অত্যন্ত সমস্যায় পড়েছিলেন। এবার অভিযোগ করলেন মিয়া।

কোর্টের এমন দুরবস্থার জন্য দুঃখ প্রকাশ করেছে ভারতের ব্যাডমিন্টন সংস্থা। তাদের দাবি, প্রতিযোগিতা শুরুর মাত্র চারদিন আগে হাতে স্টেডিয়াম। ফলে লজিস্টিক বেশকিছু সমস্যায় পড়তে হয়েছে। পরবর্তী সময় এই প্রতিযোগিতা আরও ভালো কোথাও আয়োজন করতে চায় ভারত। ব্যাডমিন্টন ওয়াল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) সঙ্গে যোগাযোগও আগে ভাগে বাড়িয়েছে তারা।

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad