ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

দুর্গাপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৮:০৭:৩৮ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : গরীব, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বাত্মক সাহায্য করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার’ উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাপাসাটিয়া বাজারে সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায়, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি জুয়েল রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মহাসচিব মো. নুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সংস্থার যুগ্ন-মহাসচিব আব্দুল্লাহ্ আল মামুন, সিনিয়র যুগ্ন-মহাসচিব কাজী জবিন আহম্মেদ, সহকারী পরিচালক নুরুন নাহার মিশু, অতি: পরিচালক জাহাঙ্গীর আলম মিলন, কেন্দ্রীয় পরিচালক মিলাদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মাদক ও জঙ্গী মুক্ত দেশ গঠনে মানবাধিকার কর্মীদের এগিয়ে আসতে হবে। নিজ স্বার্থকে পেছনে ফেলে সমাজের ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। পরিবেশ সংরক্ষণ ও দেশপ্রেমে অটুট থাকার আহবান জানাতে হবে। আমরা আশা করি, মানবাধিকার কর্মীদের মাধ্যমে এগিয়ে যাবে এই মহৎ কার্যক্রমটি। আলোচনা শেষে উপজেলা কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad