ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী মম

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৭:৪০:১৮ পিএম

বিনোদন ডেস্ক : অভিনেত্রীর পদত্যাগের খবরের মাত্র দুই দিন আগেই মঙ্গলবার (১ জুলাই) চলচ্চিত্র নির্মাণের জন্য ৩২টি চলচ্চিত্রে মোট ১৩ কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মাঝেই মমর পদত্যাগের খবর বিভিন্ন মহলে জল্পনা তৈরি করছে।

পদত্যাগ প্রসঙ্গে মম সংবাদমাধ্যমে বলেন,ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেই। ব্যক্তিগত চাওয়া-পাওয়া থেকে নয়, ক্ষমতায় থেকে শুধু কাজ করতে চেয়েছিলাম, সেটি হয়নি তাই পদত্যাগ করছি।মম আরও বলেন,আমি মনে করি, যেহেতু ক্ষমতায় থেকে ভালো কাজ করতে পারছি না, পর্যাপ্ত সময় দিতে পারছি না তাই পদ ছেড়ে দেয়াটাই ভালো। এতে করে আমার ছেড়ে দেয়া পদে অন্য কেউ এসে কাজ করতে পারবে। এতে কমিটির জন্য ভালো হবে।

অনুদান পাওয়া চলচ্চিত্র প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন,অনুদানের যে প্রজ্ঞাপন জারি হয়েছে, যে সিনেমাগুলো অনুদান পাচ্ছে সেগুলো অন্তর্বর্তী সরকারের অনুদান পাচ্ছে। তাতে আমার কোনো অংশীদারীত্ব নেই। সিনেমা নির্বাচন, বাছাই ও চূড়ান্তকরণেও আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্য নিয়ে সংস্কারের আশায় গত বছরের ৭ অক্টোবর সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই কার্যক্রমের অংশ হিসেবে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করা হয়। যেখানে ১০ সদস্যের একজন ছিলেন মম।

প্রসঙ্গত, ব্যক্তিগত কারণ দেখিয়ে অভিনেত্রী মমর পাশাপাশি আরও পদত্যাগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৭:৪০

 

▎সর্বশেষ

ad