
ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ( গবি) এপ্রিল-২০২২ সেশনের ক্লাস শুরু হবে ১৮ জুন থেকে। এদিন নতুন ব্যাচগুলোর অরিয়েন্টেশন ক্লাসও অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (১৪ জুন) রেজিস্টার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তবে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন না হওয়ায় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ,ফার্মেসী ইত্যাদি বিভাগে ক্লাস দেরীতে শুরু হবে বলে জানা গেছে।প্রসঙ্গত,গত ২৩ মে থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলে।এরপর বিভিন্ন বিভাগে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়,যা দুয়েকটি বিভাগে এখনো চলমান।
কিউটিভি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০