বিয়ে বাড়িতে ইউএনও, জরিমানা

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২২ - ০৩:৩৪:২৫ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ের থেকে রক্ষা পেলো দশম শ্রেণির এক স্কুল ছাত্রী। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্কুল ছাত্রীর বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্কুল ছাত্রীর ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবেন না বলে তার বাকা মুচলেকা দেন।

খোঁজ নিয়ে গেছে, শুক্রবার দুপুরে ইছাপুরা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে পাশাপশি সাটিরপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলের বিয়ের প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদ বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন। পরে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করে দেন ও কনের বাবাকে বাল্য বিয়ের আয়োজন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

কিউটিভি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৩৪

▎সর্বশেষ

ad