ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

র‌্যাংকিংয়ে লিটন-মুমিনুলদের উন্নতি

admin | আপডেট: ১২ জানুয়ারী ২০২২ - ০৯:৪৬:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়া বাংলাদেশের ব্যাটার-বোলারদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। দ্বিতীয় টেস্টে হেরে গেলেও ক্রাইস্টচার্চে অসাধারণ খেলেছেন লিটন দাস। সর্বশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি হয়েছে তাঁর। র‌্যাংকিংয়ে এগিয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও ইবাদত হোসেনও। দুই ম্যাচের সিরিজে ১৯৬ রান করে লিটন ব্যাটার তালিকায় ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫তম স্থানে। ৮ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে অধিনায়ক মুমিনুল।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৮৮ রানের দারুণ ইনিংস খেলেন মুমিনুল, সিরিজে তাঁর সংগ্রহ ১৩৮ রান। শান্ত ২১ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে এসেছেন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় এনে দেন পেসার এবাদত হোসেন। সিরিজে ৯ উইকেট নিয়ে বোলিং র‌্যাংকিংয়ের ৮৮তম স্থানে তিনি। তাঁর উন্নতি হয়েছে ১৭ ধাপ। উল্লেখ্য, ব্যাটিং ও বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন দুই অস্ট্রেলিয়ান। বোলিংয়ে শীর্ষে প্যাট কামিন্স, ব্যাটিংয়ে মার্নাস লাবুশানে।

 

 

কিউটিভি/আয়শা/১২ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৬

▎সর্বশেষ

ad