ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

কাবা শরীফে লাফিয়ে পড়ে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা

Ayesha Siddika | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ - ০৯:৩৮:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। কাবা শরীফ প্রদক্ষিণের জন্য তৈরি করা কাঠামোর উঁচু স্তর থেকে লাফ দেন ওই ব্যক্তি।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি ও স্থানীয় সংবাদমাধ্যম সিয়াসাতের তথ্য অনুযায়ী, ঘটনার সময় দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেন।

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি ‘এক্স’-এ একটি পোস্ট দিয়ে ভিডিও শেয়ার করে। ‘এক্স’-এ শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ কমপ্লেক্সের ওপরে ৩ তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে থামাতে এগিয়ে যান। তাকে আটকাতে গিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

মসজিদুল হারামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স জানায়, ওই ব্যক্তি ও আহত কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই তদন্ত কার্যক্রম শুরু হয়। তবে ওই ব্যক্তির পরিচয় বা বর্তমান অবস্থার বিষয়ে আর কোনও তথ্য জানানো হয়নি। ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা নজরদারির আওতায় থাকে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে বিশেষায়িত ইউনিট মোতায়েন রয়েছে। জরুরি পরিস্থিতি ও জননিরাপত্তা সামলানোর জন্য তারা প্রস্তুত থাকে। 

প্রসঙ্গত, এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০১৭ সালে কাবার কাছে এক সৌদি নাগরিক আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ২০১৮ সালে তিনটি আত্মহত্যা–সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়। ২০২৪ সালেও মসজিদুল হারামের ওপরের তলা থেকে একজন পড়ে যাওয়ার ঘটনা ঘটে। 

সূত্র: সৌদি প্রেস এজেন্সি, সিয়াসাত

 

 

আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২২

▎সর্বশেষ

ad