ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ - ০৯:৫৩:৪০ পিএম

ডেস্ক নিউজ : চলতি শীত মৌসুমে গত তিন দিন ধরে বরিশালে ধারাবাহিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন ১২ দশমিক ৫০ ডিগ্রি এবং বুধবার ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বরিশালের কোথাও সূর্যের দেখা মেলেনি। এ সময় পুরো জেলা ছিল হালকা কুয়াশাচ্ছন্ন। ফলে চরম বিপাকে পড়েছেন কর্মজীবীসহ সব বয়সের মানুষ। শীতের প্রভাবে গত কয়েক দিন ধরে অত্যাধিক রোগীর চাপ বেড়েছে শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে। শীতের পাশাপাশি বইছে হিমেল বাতাস। ফলে জেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কনকনে ঠাণ্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম বলেন, সকালে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ডিসেম্বরের এ সময়ে এমন আবহাওয়া স্বাভাবিক। তবে কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

নগরীর বাংলাবাজার এলাকার অটোরিকশাচালক রানা জানান, গত তিন দিন ধরে বরিশালে এমন ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করায় জনসমাগম কমে গেছে। তাছাড়া সড়কে অবস্থান করে গাড়ি চালানো মারাত্মক কষ্টকর হয়ে পড়েছে। এতে আয় কমে গেছে বলে জানান তিনি।

 

 

আয়শা/২৬ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৫০

▎সর্বশেষ

ad