
স্পোর্টস ডেস্ক : আইপিএলের নতুন মরশুমের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিকানায় বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। জানা গেছে, দল সহ-মালিক জুহি চাওলা ও জয় মেহেতার মেহেতা গ্রুপ নিজেদের শেয়ারের একটি বড় অংশ বিক্রি করতে চাইছে। মূলধন বাড়ানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছে, যাতে বিনিয়োগ করে দলকে আরও শক্তিশালী করা যায়। তবে সম্পূর্ণ মালিকানা বিক্রি হচ্ছে না, শাহরুখ খানের সংস্থা রেড চিলিজের ৫৫ শতাংশ শেয়ার আগের মতোই রয়েছে।

বর্তমানে কেকেআরের মালিকানা ভাগাভাগি করা হয়েছে শাহরুখ খানের সংস্থা এবং মেহেতা গ্রুপের মধ্যে। বাজারমূল্য বাড়ার কারণে মেহেতা গ্রুপের পক্ষ থেকে আংশিক শেয়ার বিক্রি করতে চাওয়া হয়েছে। নতুন মালিক অংশ নিলে দলকে আরও আন্তর্জাতিক লিগে অংশগ্রহণ ও বিনিয়োগের সুযোগ বাড়ানো সম্ভব হবে। এই প্রক্রিয়ায় নমুরা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কেকেআর তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবং চারবার ফাইনাল খেলেছে। শাহরুখ খান ও কলকাতার নাম যুক্ত থাকার কারণে দলের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন বাড়ানোর পরিকল্পনা মূলত দলের সম্প্রসারণ ও আন্তর্জাতিক প্রভাবকে আরও দৃঢ় করার লক্ষ্য নিয়েই করা হয়েছে।
আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:২২






