ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

Ayesha Siddika | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ - ০৭:১৮:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : সংক্ষিপ্ত ফরম্যাটে গিলের ফর্ম ভালো যাচ্ছে না। শেষ ১৮ ম্যাচের একটিতেও অর্ধশতক করতে পারেননি। তার জায়গা কেড়ে নিয়েছেন সৈয়দ মুশতাক আলী ট্রফি মাতানো ইশান কিশান। কিশান নিয়ম ভেঙে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। ২০২৩ সালের নভেম্বরের পর ভারতের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি। মুশতাক আলী ট্রফিতে ঝারখন্ডের হয়ে বইয়েছেন রানবন্যা।

কিশান হরিয়ানার বিপক্ষে ফাইনালে ব্যাট করেন তেড়েফুড়ে। ওপেনিংয়ে নেমে করেন ১০১ রান। ৪৯ বলে ৬ চার ও ১০ ছয়ে ইনিংস সাজান তিনি। তাতে হয়ে যায় একটি রেকর্ড। ঝারখন্ডের তোলা ২৬২ রান কোনো টি-২০ টুর্নামেন্টের ফাইনালের সর্বোচ্চ স্কোর। উইকেটরক্ষক ব্যাটার পুরো ১০ ইনিংসে করেন ৫১৭ রান, যা টুর্নামেন্ট সর্বোচ্চ। গড় ৫৭.৪৪, স্ট্রাইক ১৯৭.৩২। সবচেয়ে বেশি ছক্কা ও সবচেয়ে বেশি চারও তার। চার মেরেছেন ৫১টি, ছক্কা ৩৩টি। গৌতম গম্ভীর তাকে জাতীয় দলে না ডেকে পারেননি।

প্রত্যাশিত বাকিদের সবাই স্কোয়াডে আছেন। জিতেশ শর্মার জায়গায় নেয়া হয়েছে রিঙ্কু সিংকে। যদিও সিং উইকেটকিপার নন। দলকে নেতৃত্ব দেবেন ফর্মহীন সূর্যকুমার যাদবই। দক্ষিণ আফ্রিকা সিরিজের চার ম্যাচে মাত্র ৩৪ রান করেছেন তিনি। ভারত বিশ্বকাপের দল ঘোষণা করা দ্বিতীয় দেশ। যদিও প্রথম হওয়া শ্রীলঙ্কা দিয়েছে প্রাথমিক দল। এই দুই দেশেই আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। ২০ দলের টুর্নামেন্টে ভারত আছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। শেষের দলটির বিপক্ষে ম্যাচ দিয়ে ৭ ফেব্রুয়ারি শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।

ভারতের বিশ্বকাপ দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহঅধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিশান।

 

 

আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad