নিউজ ডেক্স : অনেকেই কাছাকাছি গেছেন তবে শোয়েব আখতারের রেকর্ড কেউই ভাঙতে পারেননি। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার গতির বলের সেই রেকর্ড তাসকিন আহমেদ ভাঙুক এমনটাই চান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সম্প্রতি বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তি সাক্ষর করতে এসে এমনটিই জানিয়েছেন শোয়েব। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘আমি চাই আমার গতির রেকর্ডটা ভেঙে দিক তাসকিন।

পাকিস্তানি কিংবদন্তির মুখে এমন কথা শুনে যে কেউ খুশি হবেন এটাই স্বাভাবিক। ব্যতিক্রম নয় তাসকিনের ক্ষেত্রেও। যারপরনাই খুশি হয়েছেন তিনিও। বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে খেলা বাংলাদেশি পেসার বলেছেন, ‘এটা খুবই ভালো লাগার বিষয় শোয়েব আখতারের মতো কিংবদন্তি আমারি সম্পর্কে এই কম্পিলিমেন্ট দিয়েছেন (রেকর্ড ভাঙা)।
যদিও ওনার এই রেকর্ড ভাঙা খুবই কঠিন। কেননা ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার বল করা অনেক বেশি কিছু।’বাংলাদেশে অনেকবার খেলতে আসলেও এবার ভিন্ন ভূমিকায় আসছেন শোয়েব। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন তিনি। তাসকিন গুরু হিসেবেই পাচ্ছেন দলে। তার কাছ থেকে শিখতে তাই মুখিয়ে আছেন ৩০ বছর বয়সী পেসার। তিনি বলেছেন, ‘শোয়েব আখতারকে ধন্যবাদ ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে এসেছেন। ওনার থেকে অনেক কিছু শেখার চেষ্টা করবো। সেই অভিজ্ঞতায় আমাদের দেশের ফাস্ট বোলাররাও উপকৃত হবে।
কুইক টিভি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১৯






