ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

পান্তের নেতৃত্বে খেলবেন কোহলি, দল ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ - ০৫:৪০:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : গতকাল শুক্রবার বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করেছে দিল্লি। শক্তিশালী সেই দলের অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্থকে।একই দলের হয়ে খেলবেন বিরাট কোহলিও। তাকেও স্কোয়াডে রাখা হয়েছে। আপাতত প্রথম দু’টি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে।

দিল্লি ক্রিকেট সংস্থার বিবৃতি অনুযায়ী, ইশান্ত শর্মা এবং নবদীপ সাইনিও এই দলের হয়ে খেলবেন। হার্ষিত রানা যদি সুযোগ পান তাহলে তিনিও খেলবেন। ভারতের টি-টোয়েন্টি দলের স্কোয়াডে থাকায় শুক্রবার পর্যন্ত ব্যাস্ত ছিলেন তিনি। সিরিজ শেষে তিনি দিল্লি দলে যোগ দেন কি না, সেটাই দেখার বিষয়।

২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত গ্রুপের সাতটি ম্যাচ খেলবে দিল্লি। পান্ত এবং কোহলিকে বাকি ম্যাচগুলোতেও পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু ১১ জানুয়ারি। তার আগে প্রস্তুতির সময় দিতে হবে এই দুইজনকে। প্রথম দুই ম্যাচে দিল্লি খেলবে অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটের বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, যা আইপিএলে কোহলির ঘরের মাঠ।

দিল্লির এই দলে আয়ুষ বাদোনিকে সহ-অধিনায়ক করা হয়েছে। সম্প্রতি আইপিএলের নিলামে ৩ কোটি টাকায় কেকেআর কিনেছে তেজস্বী সিংকে। তাকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া যশ ধুল, প্রিয়াংশ আর্য, অর্পিত রানা, নীতীশ রানা, সার্থক রঞ্জন, দিবিজ মেহরার মতো নিয়মিত খেলা ক্রিকেটারেরাও সুযোগ পেয়েছেন। বোলিং বিভাগে রয়েছেন সিমারজিৎ সিং এবং প্রিন্স যাদব। হৃতিক শোকিন, হর্ষ ত্যাগী এবং বৈভব কান্ডপাল রয়েছেন স্পিনার হিসাবে।

 

 

আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad