বিনোদন ডেক্স : ভারতীয় সিনেমার ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরোনো। এই দীর্ঘ পথচলায় পাওয়া গেছে অসংখ্য কিংবদন্তি—কাপুর পরিবার, মধুবালা, মীনা কুমারী, দিলীপ কুমার, রাজেশ খান্না থেকে শুরু করে অমিতাভ বচ্চনকে। কিন্তু এই উজ্জ্বল তারকাদের আলোয় আড়ালেই থেকে গেছেন এমন কিছু মানুষ, যাঁদের কলম ছাড়া ভারতীয় সিনেমা কল্পনাই করা যায় না। তাঁদেরই একজন—জাভেদ আখতার।

১৯৪৫ সালে জন্ম নেওয়া জাভেদ আখতার মাত্র ১৯ বছর বয়সে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পা রেখেছিলেন। তাঁর স্বপ্ন ছিল কিংবদন্তি পরিচালক গুরু দত্তের সহকারী হওয়ার। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস—মুম্বাইয়ে পৌঁছানোর মাত্র এক সপ্তাহের মধ্যেই গুরু দত্তের মৃত্যু হয়। এক মুহূর্তেই ভেঙে যায় জাভেদের স্বপ্ন।
তবে স্বপ্ন ভাঙলেও তিনি ভেঙে পড়েননি। কবি জান নিসার আখতারের সন্তান হিসেবে সাহিত্য ও কবিতার আবহেই বড় হওয়া জাভেদের হাতিয়ার ছিল কলম। বেঁচে থাকার তাগিদে তিনি কাজ নেন পরিচালক কামাল আমরোহির কাছে। মাসে মাত্র ৫০ টাকা বেতনে, এক বছর কাজ করেন।
এই সময়েই একজন প্রতিষ্ঠিত লেখকের হয়ে ঘোস্টরাইটার হওয়ার প্রস্তাব পান তিনি। অর্থের নিশ্চয়তা থাকলেও জাভেদ সেই প্রস্তাব ফিরিয়ে দেন—কারণ তাঁর কাছে নিজের নাম আর পরিচয়ের মূল্য ছিল টাকার চেয়েও বেশি। সংগ্রামের দিনগুলো ছিল ভয়ংকর কঠিন। কখনও রেলস্টেশনে, কখনও পার্কে, কখনও স্টুডিওর করিডোরে কেটেছে রাত। খাওয়ার পয়সা না থাকায় দাদর থেকে বান্দ্রা পর্যন্ত হেঁটে গেছেন বহুদিন।
ক্ষুধা, অপমান আর অনিশ্চয়তার সেই সময় তাঁকে ভেঙে না দিয়ে আরও দৃঢ় করে তুলেছিল। জীবনের মোড় ঘোরে পরিচালক এস এম সাগরের হাত ধরে। সহকারী হিসেবে কাজ করতে গিয়ে একটি ছবির সংলাপ লেখার সুযোগ পান তিনি। সেই ছবিতেই তাঁর পরিচয় হয় অভিনেতা সেলিম খানের সঙ্গে। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও, এই সাক্ষাৎ জন্ম দেয় ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী লেখক জুটির—সেলিম-জাভেদ।
শুরুর দিকে সাফল্য এলেও স্বীকৃতি মিলত না। তবুও তাঁরা দমে যাননি। অবশেষে ‘জঞ্জির’ ছবিতে নিজেদের শর্তে কাজ করার সুযোগ পান তাঁরা। জোর দিয়েই নায়ক হিসেবে বেছে নেন এক নতুন মুখ—অমিতাভ বচ্চনকে। এই এক সিদ্ধান্তই বদলে দেয় হিন্দি সিনেমার ভাষা ও ধারা। জন্ম নেয় ‘অ্যাংরি ইয়ং ম্যান’, আর লেখকেরাও পেতে শুরু করেন তাঁদের প্রাপ্য সম্মান।
জাভেদ আখতার তাই শুধু একজন চিত্রনাট্যকার নন, এক মানসিকতার নাম—যিনি প্রমাণ করে দিয়েছেন, সিনেমা শুধু তারকাদের মুখ নয়, গল্পকারের কলমেও গড়ে ওঠে। রেলস্টেশনে ঘুমানো সেই যুবক আজ ভারতীয় সিনেমার ইতিহাসে পর্দার আড়ালের এক অনস্বীকার্য নায়ক।
কুইক টিভি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:১২






