ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছে’

Mohon | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ - ০৪:২৭:৫৬ পিএম

বিনোদন ডেক্স : পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার ভাড়া বাসা থেকে অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাণী কল্যাণ আইন-২০১৯ অনুযায়ী দায়ের করা মামলায় তিনি একমাত্র আসামি। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করছেন অনেকে। কুকুর ছানাগুলোর হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার হওয়ার পর এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। নিজের ভেরিফায়েড পেজে পিয়া জান্নাতুল লেখেন, ‘সরকারি চাকুরের স্ত্রী বলেই যা ইচ্ছে তা-ই করা যায়—এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ।

আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া… এটা শুধু নিষ্ঠুরতা না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।’তিনি আরো লেখেন, ‘যারা মনে করেন প্রাণীরা কথা বলতে পারে না, তাই তাদের ওপর যা ইচ্ছা করা চলে—এখন থেকেই সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আর আইন আগের মতো চুপ করে থাকবে না। শাস্তি আরো কড়া হবে, আরো কঠিন হবে।’এরপর প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পিয়া বলেন, ‘প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীদের ওপর শক্তি দেখানো শেষ, এখন জবাবদিহির সময়।’ উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরে থাকা আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে নিশি খাতুনের বিরুদ্ধে।

 

 

কুইক টি ভি/মহন/৩ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:২৭

▎সর্বশেষ

ad