
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “দশম গ্রেড আমাদের দাবী নয়” আমাদের অধিকার ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার(৩ ডিসেম্বর) সকাল ৮ থেকে দুপুর ১২ পর্যন্ত খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, পানছড়ি, দীঘিনালা, রামগড়, ,মানিকছড়ি, লক্ষীছড়ি, মহালছড়ি সহ প্রতিটি উপজেলা হাসপাতালে এই অর্ধদিবস কর্মবিরতি চলছে।
বিএমটির খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃআলমগীর হোসেন জানান,অর্ধবধি আমাদের ন্যার্য অধিকার সরকার বাস্তবায়ন না করায় আজ সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালিত হচ্ছে । সরকার যদি আমাদের দাবী মেনে না নেয়।তাহলে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী বিহত্তর কর্মসূচী দিতে আমরা বাধ্য হবো।বিএমটির কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং খাগড়াছড়ি জেলার সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মোহন বলেন, আজকে আধাবেলা কর্মবিরতি,আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচী পালন করা হবে।এর পরও যদি আমাদের ন্যায অধিকার বাস্তবায়ন করা না হয়। তাহলে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নতুন কর্মসূচী দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন,সিনিয়র সহ সভাপতি মোঃফারুক হোসেন, রুপায়ন চাকমা,চয়ন চাকমা,কল্পন দেওয়ান,ঝিনু মারমা।সুপা চাকমা,কংচাইরী মারমা,জুয়েল পাল,সলিট চাকমা, রাজীব ভট্টাচার্য, সোহেল চাকমা,পাপড়ি চাকমা, সুইপ্রু মারমা, বিডিপি’র খাগড়াছড়ি জেলা সভাপতি শান্তিময় চাকমা,সাধারন সম্পাদক রাজীব পাল,সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, রুপা চাকমা, জয়া চাকমা, সাজ্জাদ মারুফ, আপ্রুসি মারমা, সৌরভ চাকমা, সানু মারমা, নভেল চাকমা,নলুম্বিনী চাকমা, হেলাল উদ্দিন, সুইসিংহ্লা মারমা, বাপু মনি চাকমা, সলিট চাকমা, জিনিয়া চাকমা, সুখী চাকমা, রিটন চাকমা, সেলিম মিয়া, মৌসুমী চাকমা, মোঃআরিফ ইলেন,মো:ফারুক হোসেন, চাকমা,আলোড়ন চাকমা, দিপঙ্কর চাকমা,গোপালপ্রিয় চাকমা প্রমুখ।
মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্টগন।উল্লেখ্য ১০গ্রেড দাবী এর মধ্যে বাস্তবায়ন করা হলে আগামী ০৪/১২/২৫ইং রোজ বৃহষ্পতিবার পূর্ন দিবস অর্থ্যাৎ কমপ্লিট শাটডাউন কর্ম বিরতি পালিত হবে।দাবী আদায়ের জন্য সবাইকে আজকের মতো ঐক্য বদ্ধভাবে সুশৃঙ্খলতার সহিত কর্ম বিরতি পালনের আহবান জানান।
আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:২০






