ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

শর্তই কি দীপিকার কাল হলো?

Mohon | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ - ১১:১০:৪৪ এএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন একের পর এক সিনেমা থেকে বাদ পড়ার খবরে বলিপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যম নেটিজেনদের মাঝে সরগরম। দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে প্রথমে বাদ পড়েন অভিনেত্রী। তারপরেই কয়েক মাসের মধ্যেই ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন ওঠে— তাহলে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে দেখা যাবে কোন অভিনেত্রীকে? তবে বলিপাড়ায় খবর ছড়িয়ে পড়ে, দীপিকা পাড়ুকোনের পরিবর্তে ওই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। নেটিজেনদের একাংশের দাবি— সেই চরিত্রে প্রিয়াংকাকেই বেশি মানাবে। যদিও নির্মাতাদের তরফে এখনো কোনো কিছু ঘোষণা করা হয়নি।

একটি সূত্র জানায়, দক্ষিণী অভিনেতা প্রভাস অভিনীত সিনেমা থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা বাধে। কী হয়েছিল? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর— অভিনেত্রী নাকি তার পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন। সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দেন। অভিনেত্রী জানতেন, প্রথম সিনেমায় যে পরিমাণ প্রশংসা তিনি পেয়েছেন, তারপরে সিক্যুয়েলে তার চরিত্রে অন্য কাউকে নেওয়া সম্ভব হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসই কি অভিনেত্রীর কাল হলো? যদিও এ ঘটনার পর এখনো পর্যন্ত দীপিকার তরফেও কিছু জানানো হয়নি। অন্যদিকে অভিনেত্রী মন দিয়েছেন ‘কিং’ সিনেমায়। 

 

 

কুইক টি ভি/মহন/ ৩ ডিসেম্বর ২০২৫/সকাল ১১:১০

▎সর্বশেষ

ad