
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি ছুঁয়ে নতুন ইতিহাস লিখলেন আর্লিং হালান্ড। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ম্যানচেস্টার সিটি ৫-৪ গোলে হারিয়েছে ফুলহামকে।
হাফটাইমের পরপরই ৫-১ ব্যবধানে এগিয়ে থাকা সিটি শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে।
মাত্র ১৭ মিনিটে গোল করে প্রিমিয়ার লিগে সবচেয়ে কম সময়ে (১১১ ম্যাচে) শত গোলের ক্লাবে প্রবেশ করেন হালান্ড। অ্যালান শিয়ারারের ৩০ বছরের পুরোনো রেকর্ড ভাঙেন তিনি। যে রেকর্ড গড়তে শিয়ারারের লেগেছিল ১২৪ ম্যাচ।
ডকু, ফডেন, রেইন্ডার্সরা দারুণ সমন্বয়ে প্রথমার্ধেই ব্যবধান বাড়ায় সিটি। বিরতির আগ মুহূর্তে রোয়ের হেডে গোল করে ফুলহাম ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সিটির চতুর্থ ও পঞ্চম গোল ম্যাচকে একতরফা করে তোলে।
আইওবি ও স্যামুয়েল চুকুয়েজের দুই জোড়া গোল ম্যাচটিকে হঠাৎই ফের রোমাঞ্চে ভরিয়ে তোলে। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করতে যাচ্ছিল ফুলহাম; জশ কিংয়ের শট গোললাইনের ওপর থেকে জসকো জিভারদিওল ক্লিয়ার না করলে ম্যাচের পরিণতি অন্যরকমও হতে পারত।
এই জয়ে পয়েন্ট তালিকায় আর্সেনালের সঙ্গে ব্যবধান দুইয়ে নামিয়ে এনেছে ম্যানসিটি। তাদের পয়েন্ট এখন ২৮।
অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৮:২২






