
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে ভিএআর ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। কর্নার–গোলকিকের মতো ম্যাচ-পরিবর্তনকারী সিদ্ধান্তে ভুল কমাতে নতুন ফিচার যোগের প্রস্তাব করেছে ফুটবলের আইন নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি।
যুক্তরাষ্ট্র–কানাডা–মেক্সিকোর বিশ্বকাপেই পরীক্ষামূলকভাবে এসব প্রয়োগ হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ ও দ্য গার্ডিয়ান।
বর্তমানে কর্নার না গোলকিক—এই সিদ্ধান্ত রেফারির একক কর্তৃত্বের বিষয়। নতুন নিয়ম পাস হলে সন্দেহজনক অবস্থায় ভিএআর সরাসরি হস্তক্ষেপ করতে পারবে, বিশেষ করে সেই সিদ্ধান্ত থেকে যদি গোলের সম্ভাবনা তৈরি হয়।
এছাড়া ‘অবজেকটিভ রিভিউ’ কার্যকর করে বল পুরোপুরি বাইরে গেছে কি না, শেষবার কে বল স্পর্শ করেছে এমন সূক্ষ্ম সিদ্ধান্তেও প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর পরিকল্পনা আছে আইএফএবির।
সংস্থাটির দাবি, এসব পরিবর্তনের লক্ষ্য একটি শক্তিশালী ‘সেফটি নেট’ তৈরি করা, যাতে ভুল কর্নার বা ভুল সিদ্ধান্ত বড় ম্যাচের ফলাফলে প্রভাব না ফেলে। তবে রেফারিদের একটি অংশ আশঙ্কা করছে, আরও বেশি রিভিউ ম্যাচের গতি মন্থর করে দিতে পারে।
আগামী মার্চে আইএফএবির বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তে যাবে। তখনই জানা যাবে ২০২৬ বিশ্বকাপে ভিএআর নতুন রূপে হাজির হবে কি না।
অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/সকাল ৮:১৬






