বিনোদন ডেক্স : অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত সন্দেহভাজন অর্থ পাচার মামলার তদন্তে অভিনেত্রী নেহা শর্মাকে গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে নেহাকে ইডি নোটিশ পাঠিয়ে জানতে চায়, এই প্ল্যাটফর্মের সঙ্গে তার সম্পর্ক কী এবং তিনি কী ধরনের প্রচারমূলক কাজ করেছিলেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার বয়ান নথিভুক্ত করা হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বেটিং অ্যাপ প্রচারে তিনি কিভাবে যুক্ত ছিলেন। নেহা শর্মা এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

এই মামলায় শুধু নেহাই নন, আরো বেশ কয়েকজন তারকা ও জনপরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাদের মধ্যে আছেন সোনু সুদ, বিজয় দেবরকোন্ডা, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং ও রানা দাগ্গুবাতি। আগস্টে বিজয় দেবরকোন্ডাকেও জেরা করা হয়। তিনি জানান, তিনি শুধু এ-২৩ নামে একটি বৈধ গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, বেটিং অ্যাপের নয়। তার মতে, ভারতে বেটিং অ্যাপ ও গেমিং অ্যাপ আলাদা বিভাগে পড়ে এবং গেমিং অ্যাপ অনেক রাজ্যে বৈধ। তিনি তার ব্যাংক লেনদেনসহ সব তথ্য ইডিকে দিয়েছেন এবং চুক্তির নথিও শেয়ার করেছেন।
কুইক টি ভি/মহন/ ৩ ডিসেম্বর ২০২৫/সকাল ১০:৩৭






