ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

শততম জন্মদিনের দু’দিন আগে মারা গেলেন অভিনেত্রী লিসে বোর্দিন

Mohon | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ - ০১:২৫:০৯ পিএম

বিনোদন ডেক্স : জন্মদিনের মাত্র দুইদিন আগে না ফেরার দেশে পাড়ি জমালেন ১৯৪০ ও ৫০-এর দশকের বহুল জনপ্রিয় ফরাসি মডেল ও অভিনেত্রী লিসে বোর্দিন। গত ২৮ নভেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৯৯ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর। অভিনেত্রীর স্বজনরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ২৮ নভেম্বর জন্মদিনের দু’দিন আগে ফ্রান্সের ল্যাবাস্টাইড ডি’আর্মাগনাকে নিজ বাড়িতে মারা গেছেন লিসে বোর্দিন। এ অভিনেত্রী মূলত বিলি ওয়াইল্ডারের ‘লাভ ইন দ্য আফটারনুন’ সিনেমায় গ্যারি কুপার, অড্রে হেপবার্ন ও মরিস শেভালিয়ারের সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন।

বাদামি চুল, নীল রঙের চোখে সজ্জিত অভিনেত্রী লিসে বোর্দিন অভিনেত্রী সোফিয়া লরেনের সঙ্গে ‘দ্য রিভার গার্ল’ (১৯৫৪) সিনেমায়, লিন্ডা ডার্নেল এবং ভিত্তোরিও ডি সিকার সঙ্গে ‘ইট হ্যাপেনস ইন রোমা (১৯৫৫) এবং এডি কনস্টানটাইনের সঙ্গে ‘ডিশনোরেবল ডিসচার্জ’ (১৯৫৭) সিনেমায় একজন ম্যাগাজিন সম্পাদক হিসেবে অভিনয় করেন। ওয়াইল্ডার এবং আইএএল ডায়মন্ডের লেখা প্যারিসভিত্তিক রোমান্টিক কমেডি ‘লাভ ইন দ্য আফটারনুন’ (১৯৫৭) সিনেমায় তাদের ১২টি চিত্রনাট্যের প্রথমটিতে অভিনেত্রী লিসে বোর্দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্লে-বয় ফ্রাঙ্ক ফ্ল্যানিগানের (কুপার) বহু বান্ধবীর একজনের চরিত্রে অভিনয় করেন। যুক্তরাষ্ট্রে অ্যালাইড আর্টিস্টস কর্তৃক মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে ব্যর্থ হয়।

সম্ভবত এই অঞ্চলের দর্শকরা হেপবার্ন ও কুপারের প্রেমের কথা পছন্দ করেননি। তবে ইউরোপে বড় সাফল্য লাভ করেছিল সিনেমাটি। ১৯২৫ সালের ৩০ নভেম্বর ফ্রান্সের অ্যালিয়ারের নেরিস-লেস-বেইনসে জন্মগ্রহণ করেন লিসে বোর্দিন। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ক্লডিন ম্যাগাজিনের মালিকের সঙ্গে দেখা দেখা করার সময় এই মডেলিং শুরু করেন তিনি। রাসি এ মডেলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো ছিল লিওনাইড মোগুই পরিচালিত ‘লে এনফ্যান্টস দে ল’আমোর’ (১৯৫৩) সিনেমা এবং ১৯৫৯ সালে গ্যাবি মোরলের সঙ্গে অভিনীত ‘কোয়ে দেস ইলিউশনস’ ও ভ্যান জনসন, ডিক ইয়র্ক ও ল্যারি স্টর্চ অভিনীত ‘দ্য লাস্ট ব্লিটজক্রিগ’। এ অভিনেত্রী ব্যক্তিজীবনে একবারই বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন। ব্রাজিলিয়ান শিল্পপতি রবার্তো সিব্রার সঙ্গে অল্প সময়ের জন্য দাম্পত্য জীবনে জড়িয়ে ছিলেন।

 

 

কুইক টি ভি/মহন/০২ ডিসেম্বর ২০২৫/ দুপুর ১:২৪

▎সর্বশেষ

ad