
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে কেভিন পিটারসেনের বিপক্ষে লোকেশ রাহুলের খেলার কখনও সুযোগ ঘটেনি। রাহুলের আগমনের আগেই বিদায় জানিয়েছেন পিটারসেন, তবে আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে একে অপরের প্রতিপক্ষ হয়েছিলেন তারা। এই দুজন জুটি বেঁধেছেন দিল্লি ক্যাপিটালসে।
গত আইপিএলের আগে দিল্লি লোকেশ রাহুলকে দলে ভেড়ায়। রাহুল আগে খেলেছেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। মালিকের সঙ্গে বনিবনা না হওয়ায় দলবদল করতে বাধ্য হন তিনি। পিটারসেন তার সঙ্গে যোগ দেন টিম মেন্টর হিসেবে।
পিটারসেন ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন। তার মধ্যে দিল্লি ক্যাপিটালস একটি। ২০১৪ সালে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কও ছিলেন। যদিও তার নেতৃত্বে খুব একটা সুবিধা করতে পারেনি। ১৪টি ম্যাচের ১২টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছিল দিল্লি।

মেন্টরশিপে খেলে পিটারসেনের ঘনিষ্ঠজন বনে যান রাহুল। গত জুনে ভারতের হয়ে খেলতে ইংল্যান্ডে সফরে গিয়েছিলেন তিনি। দাওয়াত পান মেন্টরের কাছ থেকে, পরিবার নিয়ে সেই দাওয়াত রক্ষা করতে গিয়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। ২ স্লগার্স পডকাস্টে এই কথা জানান তিনি।
ডিনারে গিয়ে মজা করে মেন্টরের বিরুদ্ধে তারেই স্ত্রীর কাছে অভিযোগ করেন রাহুল। তিনি বলেন, ‘যুক্তরাজ্যে আমি তার স্ত্রীর কাছে অভিযোগ করি। বলি, ‘‘তোমার স্বামীকে বলো নরম হতে, সে আমার ওপর খুব কঠোর।’’’ কথাগুলো হেসে বলেন রাহুল।
আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ১১:০০
 
 






