
স্পোর্টস ডেস্ক : শত বছরের বেশি সময় ধরে চলে আসা এক রীতি এবার বদলে যাচ্ছে ভারতে। টেস্ট ক্রিকেটে সাধারণত দিনে দুটি বিরতি দেওয়া হয়। যার প্রথমটিকে বলা হয় লাঞ্চ। আর দিনের শেষটির নাম চা বিরতি। কিন্তু এবার সেই রীতিতে বদল আসছে। আগামী ২২ নভেম্বর ভারতে শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে উল্টোটা দেখা যাবে। চা বিরতির পর এবার লাঞ্চ হবে। অর্থাৎ, প্রথম সেশনে চা বিরতিতে যাবেন দুই দলের ক্রিকেটাররা।
আর দ্বিতীয় সেশনের পর হবে লাঞ্চ বিরতি। নিয়ম পরিবর্তনে ভূমিকা রাখছে দুই দলের টেস্ট ভেন্যু। সিরিজের প্রথম ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের। সেখানকার সূর্যাস্ত ও সূর্যোদয় তাড়াতাড়ি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তের বিষয় নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘আগে চা-বিরতি দেওয়ার কারণ হলো গুয়াহাটিতে সূর্যাস্ত এবং সুর্যোদয়ও আগেভাগে হয়ে যায়। প্রথমবারের মতো আমরা সিদ্ধান্ত নিয়েছি, চা বিরতির সময় পরিবর্তন করার। এতে ম্যাচের জন্য অতিরিক্ত কিছু সময় পাওয়া যাবে।’

সাধারণত, ভারতে টেস্ট ম্যাচ শুরু হয় সাড়ে ৯টায়। প্রথম সেশন শেষে ৪০ মিনিটের লাঞ্চ বিরতির (১১টা ৩০ থেকে ১২টা ১০ মিনিট) পর দ্বিতীয় সেশন শুরু হয়। এরপর ২০ মিনিটের চা বিরতির (২টা ১০ থেকে ২টা ৩০ মিনিট) পর শেষ সেশন শুরু হয়। প্রতি সেশনে খেলা হয় ২ ঘণ্টা করে।
তবে এবার বর্ষাপাড়ার টেস্টে পরিবর্তন আসছে। টেস্টটি শুরু হবে সকাল ৯টায়। প্রথম সেশন শেষ হবে ১১টায়। এরপর লাঞ্চ নয়, ২০ মিনিটের চা বিরতিতে যাবে দুই দল। আর দ্বিতীয় সেশন শেষে ৪০ মিনিটের লাঞ্চ বিরতি। সে হিসেবে দিনের খেলা শেষ হবে বিকেল ৪টায়। এতে করে যথাসময়ে ৯০ ওভার শেষ করতে না পারলে আরো আধাঘণ্টা ম্যাচ চালাতে পারবেন আম্পায়াররা।
আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫






