ব্রেকিং নিউজ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার

ভারত-দ.আফ্রিকা টেস্টে আগে চা, পরে লাঞ্চ বিরতি

Ayesha Siddika | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ - ০৯:১৪:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : নভেম্বরে ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। একটি ইডেন গার্ডেন্সে, অন্যটি গুয়াহাটিতে। মূলত গুয়াহাটি টেস্টেই দেখা যাবে ব্যতিক্রম চিত্র। কিন্তু শত বছরের বেশি সময় ধরে চলা রীতির হঠাৎ এমন ব্যতিক্রম চিন্তা কেন? মূলত গুয়াহাটির আবহাওয়া ও ভৌগলিক অবস্থানের কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গুয়াহাটি ভারতের পূর্বদিকে। দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর। সেই সময়ে ওই এলাকায় শীতকাল শুরু হয়ে যাবে। ফলে সন্ধ্যা হয়ে যাবে দ্রুত। সেই কারণে ম্যাচ শুরু এবং শেষের সময় এগিয়ে আনা হয়েছে, যাতে কম আলোর জন্য ওভার নষ্ট না হয়। নতুন সূচি অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮.৩০টায় হবে টস। ৯টা থেকে শুরু হবে ম্যাচ। প্রথম সেশন চলবে ১১টা পর্যন্ত। ১১টা থেকে ১১.২০ পর্যন্ত চা-পানের বিরতি। দ্বিতীয় সেশন চলবে সকাল ১১.২০ থেকে দুপুর ১.২০ পর্যন্ত। এর পর দুপুর ১.২০ থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি। দুপুর ২টো থেকে বিকেল ৪টা পর্যন্ত তৃতীয় সেশনের খেলা হবে।
 
এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, ‘গুয়াহাটিতে যেহেতু আগেভাগে সূর্যাস্ত হয় তাই শুরুতে চা-পানের বিরতি রাখা হয়েছে। খেলাও শুরু হবে আগে। এই প্রথম বার আমরা চা-পানের বিরতি এগিয়ে নিয়ে এলাম, যাতে ক্রিকেটারেরা যতটা বেশি সম্ভব মাঠে থাকতে পারে।’
 
সাধারণত ভারতে টেস্ট শুরু হয় সকাল ৯.৩০টায়। সকাল ১১.৩০টা থেকে বেলা ১২.১০ পর্যন্ত হয় মধ্যাহ্নভোজের বিরতি। এর পর দুপুর ২.১০ থেকে ২.৩০টা পর্যন্ত হয় চা-পানের বিরতি। খেলা শেষ হয় বিকেল ৪.৩০ টায়। ৯০ ওভার সম্পূর্ণ না হলে যদি আলো থাকে তা হলে আম্পায়ারেরা অতিরিক্ত ৩০ মিনিট খেলিয়ে দেওয়ার চেষ্টা করেন।
 
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও এই সূচি অনুসরণ করা হয়। তবে অতীতে রঞ্জি ট্রফির ম্যাচের সূচি বদলানো হয়েছে। এই প্রথম কোনো টেস্টের সূচি বদলানো হলো।

 

 

আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ৯:১২

▎সর্বশেষ

ad