
স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সচিবালয়ে বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় জোটের প্রতিনিধিদল এই ১০ দফা দাবি ও নতুন গ্রেডভিত্তিক বেতন প্রস্তাব তুলে ধরে।
| গ্রেড | প্রস্তাবিত মূল বেতন (টাকা) | গ্রেড | প্রস্তাবিত মূল বেতন (টাকা) | 
| গ্রেড-১ | ১,৫৬,০০০ | গ্রেড-৮ | ৬২,০০০ | 
| গ্রেড-২ | ১,৪০,০০০ | গ্রেড-৯ | ৫৫,০০০ | 
| গ্রেড-৩ | ১,২৫,০০০ | গ্রেড-১০ | ৫০,০০০ | 
| গ্রেড-৪ | ১,১০,০০০ | গ্রেড-১১ | ৪৫,০০০ | 
| গ্রেড-৫ | ৯৫,০০০ | গ্রেড-১২ | ৪০,০০০ | 
| গ্রেড-৬ | ৮০,০০০ | গ্রেড-১৩ | ৩৫,০০০ | 
| গ্রেড-৭ | ৭০,০০০ | গ্রেড-১৪ | ৩০,০০০ | 
প্রস্তাবে গ্রেড-১৪-এ সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা এবং গ্রেড-১-এ সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করার সুপারিশ করতে পে কমিশনকে অনুরোধ জানানো হয়।
  
শিক্ষকদের প্রস্তাবিত ১০ দফা দাবি
বেতন কাঠামোর পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে আরও ১০টি গুরুত্বপূর্ণ দাবি পেশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
* শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেডে দিতে হবে।
* বাড়িভাড়া সরকারি চাকরিজীবীদের মতো মূল বেতনের ৪০-৭০ শতাংশ হারে দিতে হবে।
* উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
* বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।
* বিএড আইন বাতিল করতে হবে।
* কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে।
* অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে।
* শিক্ষক-কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্ত করতে হবে।
* শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দিতে হবে।
* সর্বোপরি, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে।
সভায় জোটের প্রতিনিধি দলে ছিলেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম প্রমুখ।
আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১৯
 
 






