
আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৩১ বছর বয়সি হায়দার আলী সাপ্তাহিক ই-ড্রতে এই স্বর্ণ জিতেছেন। প্রতিবেদনে বলা হয়, আলী গত পাঁচ বছর ধরে আমিরাতের আল আইনে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।
গালফ নিউজ জানিয়েছে, গত দুই বছর ধরে হায়দার আলী চার থেকে পাঁচজন বন্ধু মিলে লটারিতে জয়ের আশায় প্রতি মাসে টিকিট কিনতেন। অবশেষে ২৫০ গ্রাম সোনা জিতেছেন তিনি। প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠান লাইভ চলাকালে উপস্থাপক রিচার্ড কল করে হায়দারকে স্বর্ণ জয়ের খবর দেন। শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
তিনি ফোন করা হোস্টকে জিজ্ঞেস করেন, কত গ্রাম স্বর্ণ জিতেছি? ২৪ ক্যারেট কিনা? তিনি প্রথমে ভেবেছিলেন তার কোনো বন্ধু হয়ত মজা করছিলেন। সত্যিটা জানতে পেরে তিনি ও তার বন্ধু আনন্দে লাফিয়ে উঠেন। হায়দারের বিজয়ী টিকিট নম্বর ৩২১০৮০।
গালফ নিউজ বলছে, স্বর্ণের বারের দাম শুনে হায়দার আলীর মুখ খুশিতে উজ্জল হয়ে ওঠে। তিনি বলেন, ‘আমি খুব খুশি। এটা সত্যিই বড় একটা চমকে যাওয়ার মতো খবর।’
তবে স্বর্ণের বার দিয়ে কি করবেন এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান হায়দার। তিনি বলেন, এই জয় তাকে নতুন উদ্যম ও আশাবাদী করে তুলেছে। এখন থেকে প্রতি মাসে টিকিট কেনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলেও মন্তব্য করেন।
আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:২২
 
 






